মা ইলিশ সংরক্ষণে চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সাতজন জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে থেকে সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের ভিমখিল গ্রামের বাসিন্দা শাকিল (১৮), একই ইউনিয়নের বসকাঠি গ্রামের বাসিন্দা খলিল (৩৫), ভাঙ্গা উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরশিমুলিয়া গ্রামের বাসিন্দা ছায়েদ হাওলদার (৪০), একই ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের জয়নাল আবেদিন মিজি (২৮), উপজেলা কোদালপুর ইউনিয়নের ছৈয়াল পাড়া গ্রামের আজাহারুল (২০), কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামের হারেজ সরদার (৩৫), কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামের টিটু সরদার (২০)।
সোমবার মধ্যরাত ৩টা থেকে সকাল ১১টা পর্যন্ত এ যৌথ অভিযান চালানো হয় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে। অভিযানের সময় অনেক জেলে উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলও সাতজনকে আটক করা সম্ভব হয়।
শরীয়তপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘প্রাকৃতিক সম্পদ ও ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ২২ দিনব্যাপী এই নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে দেশের নদী ও সমুদ্রে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিডি প্রতিদিন/জামশেদ