রাজধানী ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের একদিন পর কাশবন থেকে বাচ্চু মিয়া (৬০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে সবুজছায়া এলাকার একটি কাশবনে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বাচ্চু মিয়া রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় অটোরিকশা চালক।
নহতের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাত আটটার দিকে বাচ্চু মিয়া বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয়রা কাশবনের ভেতরে লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তারা গিয়ে লাশ শনাক্ত করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, লাশ উদ্ধারের সময় তার হাত-পা ও মুখ বাঁধা ছিল এবং মুখে রক্তের দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য তাকে হত্যা করে কাশবনে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ