চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীদের গুলিতে আবদুল হাকিম (৫২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে মদুনাঘাট ব্রিজসংলগ্ন এলাকায় প্রাইভেটকারে থাকা অবস্থায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় প্রতিষ্ঠিত ‘হামিম এগ্রো’ নামের একটি গরুর খামারের মালিক ছিলেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, “একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আবদুল হাকিম রাউজান উপজেলার গ্রামের খামারবাড়ি থেকে তার ব্যক্তিগত গাড়িতে করে একজন সহযোগীসহ কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন।
উল্লেখ্য, রাউজান উপজেলায় গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক সংঘর্ষজনিত। বিএনপির দুই পক্ষের মধ্যে অন্তত শতাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ৩০০-র বেশি ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ