বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, ইলিয়াস আলী এই আসনে যে উন্নয়ন করেছেন, তা কখনও ভোলার নয়।
মঙ্গলবার বিকালে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ গেইটের সংলগ্ন মাঠে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌরবাসী’র ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা ইকবাল হোসেন, সাজিদুর রহমান সুহেল, আব্দুর রশীদ ইউসুফ, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, আব্দুল আহাদ, জাহেদ আহমদ সেজু আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, ছাত্রদল নেতা আবদুর রব, রিজু আহমদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল