সিলেটে আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে দুটি কমিটি। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বরখাস্ত ও কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি উল্টে দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসটি মোগলাবাজার আসার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ট্রেনের অন্যান্য বগির যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বিকল্প লাইনে সাড়ে ৪ ঘণ্টা দেরিতে সিলেট থেকে ছেড়ে যায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস।
এদিকে, দুর্ঘটনার পর উদয়ন এক্সপ্রেসের লোকো মাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোক মাস্টার জহিরুল ইসলাম নোমানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের ও রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি দুটি তাদের প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।
দুর্ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
অপরদিকে, রেলওয়ের তদন্ত কমিটি গঠন ও ২ জনকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
বিডি প্রতিদিন/জামশেদ