নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবগঠিত উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব এম এ মিলন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. মো. শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আলম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান, রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক ও মোঃ সেলিম হোসেন দিপু। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকনুজ্জামান ও দেলোয়ার বেপারীসহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম