বগুড়ায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াদুদ হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওয়াদুদ মাঝিড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের মৃত ওসমান গণির ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ওয়াদুদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এমআই