প্রায় ১১ মাস পর ঘরের মাঠে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। উত্তরের দুই শহর বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে এই সিরিজের সবগুলো ম্যাচ।
বাংলাদেশে পা রাখবে ২৫ অক্টোবর। এরপর ২৮ ও ৩১ অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। বাকি তিনটি ম্যাচ (৩, ৬ ও ৯ নভেম্বর) আয়োজিত হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম)।
সামনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ইতোমধ্যেই তারা সফর করে এসেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছে শিরোপা। ইংল্যান্ডে গিয়ে সিরিজে ১-১ সমতায় থাকলেও বাকি ম্যাচগুলো ভেসে যায় বৃষ্টিতে।
এই প্রস্তুতি নিশ্চিত করতেই চলমান জাতীয় লিগ টি-টোয়েন্টিতে রাখা হয়নি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের। রাজশাহীতে সিরিজকে সামনে রেখে চলছে তাদের নিবিড় অনুশীলন।
গত মে মাসে রাজশাহীতে বাংলাদেশ এইচপি দলের ম্যাচ ঘিরে দর্শকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবার আফগান যুবাদের বিপক্ষে সিরিজেও সে রকম দর্শক সমাগমের আশা করছেন আয়োজকরা।
এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়াতেও। ফলে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ শেষেই বাংলাদেশের সামনে আরও বড় চ্যালেঞ্জ। ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপ। এরপর জানুয়ারিতে বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর, যৌথভাবে আয়োজিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।
বিডি প্রতিদিন/মুসা