বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশে গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের যাত্রা পথে জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আসন্ন নির্বাচনে গণরায়ের মধ্যদিয়ে প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণের সর্বজনীন দল। বিএনপি সম্পর্কে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে।
বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে ‘দুর্গাপূজা পুনর্মিলনী’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রিন্স।
এ সময় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তারেক রহমানকে দূরদৃষ্টিসম্পন্ন স্বপ্নবাজ নেতা আখ্যায়িত করে এমরান সালেহ প্রিন্স বলেন, তাঁর স্বপ্ন একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন, সাম্য ও মানবিক মর্যাদার ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারেক রহমানের লালিত সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে।
প্রিন্স অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ায় আলোকিত জনপদ গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ তা সফল করা হবে।
তিনি ধানের শীষে আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরত্ব দেয়।
এতে পৌর বিএনপির সদস্য উত্তম কুমার সরকার বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জয়দেব দত্ত, উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার, সভাপতি দেবতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার, বর্তমান সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান শুভ্রত রেমা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রাণী সরকার, সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার, শাকুয়াই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, স্বদেশী পূজা উদযাপন কমিটির সভাপতি হারান ভট্টাচার্য বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত