টি-টোয়েন্টির রোমাঞ্চ পেছনে ফেলে ওয়ানডে মিশনে নামলো বাংলাদেশ। আজ বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো ডানহাতি ব্যাটার সাইফ হাসানের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের ১৫৩তম ওয়ানডে ক্যাপধারী।
এর আগে এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের সুবাদে নজরে আসেন সাইফ। অবশেষে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ পেলেন একাদশে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোট, এ এম গানজাফর ও বশির আহমাদ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বিডি প্রতিদিন/মুসা