আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সেরার পুরস্কার পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ আইসিসি র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তিনি ৮৭ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। পাশাপাশি ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের তরুণ তারকারা সাইফ হাসান ও তানজিদ হাসানও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে নাসুম ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম ৫০-এর ভেতরে স্থান করে নিয়েছেন। বোলারদের মধ্যে আরও এগিয়েছেন তানজিম হাসান, তিনি ৯ ধাপ উঠে ৩৩ নম্বরে অবস্থান করছেন। শরিফুল ইসলামও ২১ ধাপ উন্নতি করে রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে রয়েছেন। বাংলাদেশের পেস বোলারদের মধ্যে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, তিনি দ্বাদশ স্থানে রয়েছেন।
ব্যাটসম্যানদের তালিকায় সাইফ হাসান ১৭ ধাপ উন্নতি করে ১৮ নম্বরে উঠে এসেছেন এবং বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার শীর্ষে আছেন। তানজিদ হাসান ৬ ধাপ এগিয়ে ৩৭তম, পারভেজ হোসেন ১৮ ধাপ উন্নতি করে ৫৩তম এবং শামীম হোসেন ৮ ধাপ উঠে ৯১তম স্থানে অবস্থান করছেন।
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে নাসুম পাঁচ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি মাত্র ৫.৫৮ রান দিয়ে সফল বোলিং করেছেন। তানজিম চার উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.২৫ রান দিয়ে, আর শরিফুল দুই উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৫.৭৫ রান হিসেবে।
বিডি প্রতিদিন/মুসা