আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আশা করছে আগের টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার।
বিশেষ নজর থাকবে ওপেনিং জুটি নিয়ে, যেখানে অভিষেকের অপেক্ষায় আছেন তরুণ ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলের প্রথম একাদশে প্রবেশ করা এই ক্রিকেটারকে আজ দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে।
মিডল অর্ডারে থাকবে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও এই অংশে আছেন, তিনি ব্যাটে-বলে নেতৃত্ব ও ভারসাম্য রক্ষা করবেন।
পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, সঙ্গে আছেন তরুণ তানজিম হাসান সাকিব।
স্পিন বিভাগে আস্থা রাখা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ওপর, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন। বিকল্প হিসেবে প্রস্তুত রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উইকেটরক্ষকের ভূমিকায় সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, যদিও জাকের আলী অনিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রবল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
বিডি প্রতিদিন/মুসা