ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি মাত্র ছয় সপ্তাহ। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য বড় দুঃসংবাদ দলের অধিনায়ক এবং সেরা পেসার প্যাট কামিন্সের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের শুরুর দিকের ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। এমনকি পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে এই গতিতারকার।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ও নিউজ লিমিটেড-এর প্রতিবেদনে বলা হয়েছে, কামিন্সের পিঠের হাড়ে স্ট্রেস সমস্যা থাকলেও সেটি এখনো পুরোপুরি সারেনি। তিনি এখনও বোলিংয়ের জন্য তৈরি নন। যদিও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি কামিন্সকে অ্যাশেজের দলে রাখবে কি না। প্রথম টেস্টে তিনি খেলবেন কি না, বা পুরো সিরিজ থেকেই ছিটকে যাবেন কি না সবই এখন সময়ের ওপর নির্ভর করছে।
গত মাসে কামিন্স নিজেই জানিয়েছিলেন, অ্যাশেজের শুরু থেকেই খেলতে চান, প্রয়োজনে ঝুঁকি নিতেও প্রস্তুত। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা সেই ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আগামী ২১ অক্টোবর পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজ। পঞ্চম ও শেষ টেস্টটি হবে ৪ জানুয়ারি, সিডনিতে।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি কামিন্স। সেখান থেকেই শুরু হয় পিঠের ব্যথা। প্রথমে তা গুরুতর মনে না হলেও পরে স্ক্যান করে দেখা যায়, তার হাড়ে স্ট্রেস তৈরি হয়েছে। যদিও সেটি স্ট্রেস ফ্র্যাকচার নয়, তবে অল্প অনিয়মেই তা মারাত্মক রূপ নিতে পারে।
অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে কামিন্সের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য হবে বড় এক ধাক্কা। তার পরিবর্তে স্কট বোল্যান্ডকে একাদশে দেখা যেতে পারে। সঙ্গে আছেন নিয়মিত দুই পেসার জশ হেইজেলউড ও মিচেল স্টার্ক।
২০১৮ সাল থেকে অ্যাশেজ ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এবার সিরিজটি অনুষ্ঠিত হবে তাদেরই মাটিতে। উল্লেখ্য, ইংল্যান্ড ২০১০ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট জিততে পারেনি।
বিডি প্রতিদিন/মুসা