নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে ব্লকেড কর্মসূচি পালন করে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কামাখ্যা চন্দ্রদাস, হেফাজত ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত ও সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ হাজার হাজার আন্দোলনকারীসহ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাকর্মীরা অংশ নেন।
নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র চৌরাস্তায় দুই ঘণ্টার ব্লকেড কর্মসূচির কারণে নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-কুমিল্লা, নোয়াখালী-ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা এ ব্লকেডের ফলে ওই সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সমাবেশ শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসসহ স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আরাফাত