সিলেটে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে এক শিক্ষক এবং গাজীপুরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর-
মৌলভীবাজার : সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক। বাগেরহাট : ঢাকাগামী দূরপাল্লার দোলা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী আছাদুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বাগেরহাটের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী দৈবজ্ঞহাটি স্কুলের সামনের সড়ক সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ করে। গাজীপুর : কালিয়াকৈরের দোকানপাড় এলাকায় গতকাল গাড়ির ধাক্কায় বদরুল আলম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।