বগুড়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ধর্মীয় নেতাদের জুমার খুৎবায় মুসল্লীদের সন্তানদের টাইফয়েড টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেলার সকল খতিবদের এগিয়ে আসতে হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পুরো এক মাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (গবেষণা) মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আহসান হাবীব।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ। ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত, মাওলানা আব্দুল মতিন, জামিল মাদরাসার সহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী, মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তাকিম রহমান, আসাদুজ্জামান, শাহ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম