নোয়াখালী জেলাকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেগমগঞ্জের চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে ব্লকেড কর্মসূচি পালিত হয়। বক্তব্য দেন বিএনপি নেতা কামাখ্যা চন্দ্র দাস, হেফাজতে ইসলাম নেতা মাওলানা ইয়াছিন আরাফাত, টিআই সুজন, মেহেদী হাসান সীমান্ত ও মামুনুর রশীদ তুষার। এদিকে ব্লকেডের কারণে নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-কুমিল্লা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সমাবেশ শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন উপজেলা বিএনপির আহ্বায়ক।