বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সঙ্গে তাঁর দপ্তরে মতবিনিময় করেছেন। গতকাল এ মতবিনিময় মেয়র লুৎফর রহমান বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ড বিজয়ী সাংবাদিক আনোয়ার আলদীনকে আমি লন্ডনে স্বাগত জানাই।’ মেয়র আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে এবং সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার আরও সুসংহত হবে।
মেয়র আরও বলেন, ‘বাংলাদেশে সাধারণ মানুষের মৌলিক অধিকার- যেমন স্বাধীনভাবে মত প্রকাশ, আইন ও বিচার, শিক্ষা ও চিকিৎসা- কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় বা বৈষম্যের শিকার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’ একই সঙ্গে তিনি চায়না ও ভারতের মতো বাংলাদেশের জনশক্তিকে জন সম্পদ হিসেবে কাজে লাগানোর ওপর জোর দেন।