নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। তবে মৃতদের মায়ের দাবি তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মৃতরা হলো- উপজেলার শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮)। মৃতদের মা বেবী বেগম বলেন, ‘আমার মেয়ে সাঁতার জানে। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ ওসি আশিকুর রহমান জানান, ‘গতকাল লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামালা হয়েছে।’