গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনী বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করেছে। গতকাল উপজেলার ঠাকুরপাড়া থেকে এসব জব্দ করা হয়। এ সময় আটক করা হয়েছে ছয়জনকে। জানা যায়, ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি করে আসছে বেশ কয়েকটি পরিবার। তারা এসব মদ ড্রাম ও পাতিলের মধ্যে রেখে মাটির নিচে দীর্ঘদিন রেখে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। ওসি আবদুল মান্নান জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।