নারায়ণগঞ্জের ফতুল্লায় মেঘনা তেল ডিপোতে কর্মবিরতি পালন করেছেন চালক ও শ্রমিকরা। গতকাল এ কর্মসূচির কারণে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ ছিল। শ্রমিকরা বলেন, মেঘনা ডিপোর ডিএস মো. জালাল উদ্দিন শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করাসহ জ্বালানি তেল লিটারে কম দিচ্ছে। জালাল উদ্দিন বলেন, আমি কারও সঙ্গে খারাপ আচরণ করিনি। সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নুর বলেন, আলোচনা করে সমস্যা সমাধান হয়েছে।