ক্যানসারের কাছে হার মানলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বোকা জুনিয়র্সের কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুসো। স্থানীয় সময় বুধবার মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
২০১৭ সালে ক্যানসার ধরা পড়ে রুসোর। এরপর থেকে মরণব্যাধী রোগটির সঙ্গে লড়ছিলেন তিনি। ক্যান্সার নিয়েই বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচের পর থেকে চিকিৎসাজনিত কারণে ছুটিতে ছিলেন। তার অবর্তমানে কাজ চালাচ্ছিলেন ক্লদিও উবেদা।
রুসোর মৃত্যুতে আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সস অনেকেই শোক জানিয়েছে। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, ‘মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শান্তিতে ঘুমাও, মিগুয়েল।
রুসোর কোচিং ক্যারিয়ার ছিল বৈচিত্র্যে ভরপুর। ১৯৮৩ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেন তিনি। জিতে যেতে পারতেন বিশ্বকাপও, কিন্তু দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর ওই আসরে তাকে স্কোয়াডে রাখা হয়নি। ১৯৮৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন রুসো। ওই দশকেই কোচিং জগতে পা রাখেন।
১৯৮৯ সালে লানুসের দায়িত্ব নেন রুসো। এরপর আরও ১৫টির মতো ক্লাবে কাজ করেছেন। এরমধ্যে বোকা জুনিয়র্স, রোসারিও সেন্ট্রাল, স্যান লরেঞ্জো, ভ্যালেজ সার্সফিল্ডসহ আছে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরও। ২০২১ সালে দায়িত্ব নিয়ে রোনালদো যোগ দেওয়ার কিছুদিন আগে বোকা জুনিয়র্সে ফিরে যান তিনি। তিন যুগের কোচিং ক্যারিয়ারে ১২৭৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন রুশো। এর মধ্যে জিতেছেন ৫০৯টি। হার ও ড্র যথাক্রমে ৩৯৩ ও ৩৭১।
বিডি প্রতিদিন/কেএ