পুয়ের্তো রিকোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের ভেন্যু ও সময় পরিবর্তন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে আগামী সোমবার। তবে নিরাপত্তা ও লজিস্টিকস জনিত নানা জটিলতার কারণে আয়োজকরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি হবে আগামী মঙ্গলবার (স্থানীয় সময়) ফ্লোরিডার পোর্ট লডারডিলে অবস্থিত চেইস স্টেডিয়ামে। মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির এই হোম গ্রাউন্ডটি ২১,৫০০ দর্শক ধারণক্ষমতার। ফলে ক্লাব ফুটবলে যেখান থেকে লিওনেল মেসি খেলেন, সেই মাঠেই এবার দেশের জার্সিতে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই তারকাকে।
ভেন্যু পরিবর্তনের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে শিকাগোতে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা উদ্বেগকে দায়ী করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের অস্থির পরিস্থিতির কারণে ম্যাচ আয়োজনের ঝুঁকি নিতে চাননি আয়োজকরা।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা বর্তমানে তিন নম্বরে রয়েছে, অন্যদিকে পুয়ের্তো রিকো অবস্থান করছে ১৫৫ নম্বরে।
এর আগে, আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বিডি প্রতিদিন/মুসা