অভিনব কাশ্যপের নিশানায় শাহরুখ খান। তাঁর দাবি, দেশ ছেড়ে চলে যাওয়া উচিত শাহরুখের। কিন্তু কেন এমন বিতর্কিত দাবি অনুরাগ কাশ্যপের ভাইয়ের?
মুম্বাইয়ে শাহরুখের বাড়ির নাম ‘মান্নাত’। দুবাইয়েও তাঁর একটি বিলাসবহুল বাসস্থান রয়েছে। সেই বাড়ির নাম ‘জান্নাত’। এই দুই নামের বিশ্লেষণ করে অভিনবের দাবি, দেশ ছেড়ে এবার দুবাইয়ে গিয়েই থিতু হওয়া উচিত শাহরুখের।
অভিনব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’। আর মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনও শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তা হলে ভারতে আপনি কী করছেন?
আরিয়ানের প্রসঙ্গ টেনে এনে অভিনব বলেন, শাহরুখের ছবিতে সংলাপ রয়েছে, ‘ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।’ এই ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভাল কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্যও মোটেই ভাল নয়।”
অভিনবের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনও কাজ না পেয়ে অভিনব তারকাদের আক্রমণ করে চলেছেন। এর আগে সালমান খানকে আক্রমণ করেছিলেন অভিনব। তিনি দাবি করেছিলেন, সালমানের পরিবারের কেউ স্বাভাবিক মানুষ নয়। তারা প্রত্যেকে অপরাধজগতের সঙ্গে জড়িত।
বিডি প্রতিদিন/নাজমুল