মোংলায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে, যাতে সকল শ্রেণি-পেশার লোকজন ৩১ দফা সম্পর্কে জানতে পারেন।
তিনি আরও বলেন, দুই বছর আগে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দাবি তুলে ধরেন। বর্তমানে যেসব সংস্কার চলছে, তাও তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নেই আমরা নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছি। এতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতে সঠিক দিকনির্দেশনা দেওয়া রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল