৫৫ বছরের প্রাচীন ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়। এটি নগরীর প্রাচীন কলেজগুলোর মধ্যে একটি। কলেজটিকে জাতীয়করণের দাবি জানিয়েছেন কলেজের অর্ধশতাধিক শিক্ষক, ৩ হাজার শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনরা। কলেজ সূত্র জানায়, কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে ভাষাসৈনিক অজিত কুমারগুহের কুমিল্লা শহরের সুপারিবাগানের বাড়িতে অবস্থিত। দেশের বিশিষ্টজনদের নামের অধিকাংশ প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। ৫৫ বছরের প্রাচীন কলেজটি জাতীয়করণ হলে প্রায় ৩ হাজার শিক্ষার্থী উপকৃত হবে। জাতীয়করণের সঙ্গে ভাষাসৈনিক অজিতগুহকেও মূল্যায়নের দাবি উঠেছে। তার মধ্যে রয়েছে তার জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত ও মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান। কলেজের দ্বাদশ (বিজ্ঞান) শ্রেণির ছাত্রী ইসরাত জাহান সিমি, ইফাত জাহান আমরিন ও ইকরামুল ইসলাম বলেন, নগরীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ মাত্র চারটি সরকারি কলেজ রয়েছে। এগুলোর আসন সংখ্যা সীমিত। বেসরকারি কলেজের বেতন দিয়ে পড়া অনেকের জন্য কঠিন হয়ে যায়। তাই ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানাই। কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ এবং সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরী বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। অনেকে ভর্তি হয় কিন্তু বেতন দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারেন না। কিছু শিক্ষার্থী ঝরে যায়। এটি জাতীয়করণ হলে ওইসব শিক্ষার্থী উপকৃত হবে। কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, ভাষাসৈনিক অজিত কুমারগুহ ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য একাধিকবার গ্রেপ্তার হন। তাঁর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তকরণ, স্বাধীনতা পদক প্রদান ও কলেজটি জাতীয়করণের দাবি জানাচ্ছি। জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তকরণে বর্তমান প্রজন্ম তাঁকে নতুন করে জানার সুযোগ পাবে। উল্লেখ্য, অধ্যাপক অজিত কুমারগুহের রবীন্দ্র সাহিত্যে অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি চিরকুমার ছিলেন। ১৯৬৯ সালের ১২ নভেম্বর কুমিল্লার সুপারিবাগানের বাসায় তিনি পরলোকগমন করেন।
শিরোনাম
- ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে সংঘর্ষ
- রাজধানীর পৃথক দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
ভাষাসৈনিকের কলেজকে জাতীয়করণের দাবি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর