দেশের গ্রামীণ জনজীবনে নলকূপ প্রধান পানির উৎস। কিন্তু এর সঙ্গেই লুকিয়ে আছে ভয়ংকর হুমকি আর্সেনিক। এ বিষয়টি গুরুত্ব দিয়ে একদল গবেষক উদ্ভাবন করেছেন এমন একটি মোবাইল অ্যাপ, যা কয়েক সেকেন্ডেই জানিয়ে দেবে কোনো নলকূপে আর্সেনিক ঝুঁকি আছে কি না। অ্যাপটির নাম ‘আই আর্সেনিক’। অ্যাপটি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্টিন ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এটি মাঠপর্যায়ে কোনো খরচ বা ঝুঁকি ছাড়াই কিট পরীক্ষার চেয়েও ভালো ফল দিচ্ছে। যুগান্তকারী এই অ্যাপের উদ্ভাবনী দলের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের সিনিয়র লেকচারার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হক। এ ছাড়াও গবেষক দলের মধ্যে রয়েছেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের কেন সোয়ার্টজ, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির ড. আশরাফ দেওয়ান, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক অ্যাড্রিয়ান বাটলার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মাতিন আহমেদ। প্রকল্পে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জানা যায়, একটি নলকূপে আর্সেনিক আছে কি না তা ৯০ শতাংশের বেশি নির্ভরযোগ্যতায় অনুমান করা যায় তিনটি তথ্য ব্যবহার করে। তা হলো, নলকূপের চৌকাঠে পড়া দাগ (একটি ভূ-রসায়নিক নির্দেশক), নলকূপের গভীরতা এবং রাস্তার ঠিকানা (যা মিলে একটি ত্রিমাত্রিক অবস্থান নির্ধারণে সাহায্য করে)। এমনকি ব্যবহারকারীর গ্রামের নাম, অবস্থান এবং প্ল্যাটফর্মে থাকা দাগের রং ব্যবহার করে একটি টিউবওয়েল নিরাপদ কি না তা অনুমান করে এবং প্ল্যাটফর্মে থাকা দাগের রং ক্লাউডভিত্তিক একটি এআই মডেলের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। পূর্বের পরীক্ষার ডেটার সঙ্গে মিলিয়ে, এটি ব্যবহারকারীকে রঙের মাধ্যমে স্পষ্টভাবে ঝুঁকির মাত্রা জানিয়ে দেয়। বর্তমানে এটি পর্যবেক্ষণভিত্তিক তথ্য এবং পাবলিক ডেটাসেটের নমুনা ব্যবহার করে একটি কম্পিউটার মডেল তৈরি করে। যা নলকূপের আর্সেনিক মাত্রা অনুমান করতে পারে। গবেষক দলের সূত্র মতে, মাঠ পর্যায়ের যাচাইয়ে দেখা গেছে ১০০টি কূপের মধ্যে ৮৪টির ক্ষেত্রে অ্যাপটি সঠিকভাবে বেশি ঝুঁকিপূর্ণ নলকূপকে আলাদা করতে সক্ষম হয়। এ বিষয়ে উদ্ভাবনী দলের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ হক বলেন, ‘এই অ্যাপ সহজ তথ্য ব্যবহার করে গ্রামীণ পরিবারগুলোকে আর্সেনিক ঝুঁকি জানতে এবং নিরাপদ পানির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বর্তমানে অ্যাপটি সক্রিয় রয়েছে এবং নিয়মিত উন্নয়ন করা হচ্ছে।’
শিরোনাম
- বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
- উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী
- ডিসি লেকে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে শিশুদের প্রতিবাদী চিত্রাঙ্কন
- বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
- তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
- বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
- বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি স্থান পেল কুয়েতের গ্র্যান্ড মসজিদে
- ইতিহাস গড়ল বিটকয়েন
- মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১
- তফসিলের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
সেকেন্ডেই মোবাইল অ্যাপ বলে দেবে নলকূপের আর্সেনিক ঝুঁকি
মো. মোফাজ্জল হক, শাবিপ্রবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর