বাংলাদেশের হাঁস খামারিদের জন্য সুখবর। ‘ডাক প্লেগ’ রোগের বিস্তার ঠেকাতে ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ অ্যাটেনিউয়েটেড ডাক প্লেগ নামের দুটি ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ইতোমধ্যে উদ্ভাবিত ভ্যাকসিন দুটির সফলভাবে পরীক্ষাও করা হয়েছে বলে দাবি প্রকল্পের প্রধান গবেষক ও ভেটেরিনারি অনুষদের ডিন ডা. মো. বাহানুর রহমানের। তিনি জানান, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটি স্বল্পমেয়াদে এবং লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনটি দীর্ঘ মেয়াদে হাঁস লালনপালনে সুরক্ষা দেবে খামারিদের। গবেষণায় জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথমে মৃত হাঁস সংগ্রহ করেন গবেষকরা। নমুনা সংগ্রহের পর দেখা যায় সিংহভাগ হাঁসেরই মৃত্যু হয় ডাক প্লেগ রোগে। ড. বাহানুর জানান, এই প্যাথোজেনিক ডাক প্লেগ ভাইরাস হাঁসের ডিমের ভ্রƒণে প্রবেশ করিয়ে বংশবৃদ্ধি করা হয়েছে এবং সেখান থেকে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে কিছু হাঁসের ওপর প্রয়োগ করা হয়েছে। চ্যালেঞ্জ টেস্টে দেখা গেছে, এই ভ্যাকসিনটি ৮৮ ভাগ সুরক্ষা প্রদান করেছে। অন্যদিকে, যে হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়নি, সেখানে ৯৩ ভাগ হাঁস মারা গেছে। এই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আরও জানান, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের পাশাপাশি লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে আমরা ভালো ফলাফলও পেয়েছি। আশা করা যাচ্ছে, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের হাত ধরে খুব দ্রুতই দুটি ভ্যাকসিন খামারিদের কাছে পৌঁছবে। লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে চলা এ গবেষণায় গবেষক দলে আরও ছিলেন পিএইচডি ফেলো ডা. লায়লা ইয়াসমিন। এ ছাড়াও অধ্যাপক মো. ফেরদৌস উর রহমান খান এ প্রকল্পে কো-পিআই হিসেবে যুক্ত আছেন।
শিরোনাম
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
হাঁসের প্লেগ রোগ প্রতিরোধে নতুন ভ্যাকসিন
সৈয়দ নোমান, ময়মনসিংহ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর