খাগড়াছড়ির রামগড়ে শান্তি-সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি।
মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্টার মেশিন ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধেই নয়—এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তার ক্ষেত্রেও রামগড় ব্যাটালিয়নের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি, সহকারী পরিচালক শামসুল হক ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া