বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) প্যালেস্টাইনের জন্য সংহতি এবং তাদের চলমান মানবিক সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন : এ সলিডারিটি ইভেন্ট’ আয়োজন করেছে। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বক্তারা প্যালেস্টাইনে শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক ঐক্য, মানবাধিকার রক্ষা এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
খবর বিজ্ঞপ্তি