ইতিহাস-ঐতিহ্যের ধারক হিসেবে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ে চিত্তরঞ্জন এভিনিউতে ২০ অক্টোবর ২০০৫ সালে যাত্রা শুরু করে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০ অক্টোবর এই দিনে ২০০৫ সালে জাতীয় সংসদে গৃহীত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’ (২৮ নং আইন) বলে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয় হিসেবে সাফল্য ও গৌরবের ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে আজ।
প্রতিবছরের ন্যায় জাঁকজমকপূর্ণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বর্ণিল আয়োজন ও আমেজের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এই দিনটি ঘিরে ক্যাম্পাসকে বর্ণিল রঙে সাজানো হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উৎসবের আমেজে মেতে ওঠে। এবারও দিবসটি ঘিরে ব্যাপক আয়োজন হাতে নিয়েছে প্রশাসন। ২০ অক্টোবর সরকারি ছুটি থাকায় দুই দিন পিছিয়ে ২২ অক্টোবর বুধবার দিবসটি উদ্যাপন করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৎকালীন ‘জগন্নাথ কলেজ’ থেকে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায়। অনেক সংগ্রাম ও সাফল্যের মাধ্যমে আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে জানা যায়, ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এরপর ১৮৭২ সালে বলিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তাঁর বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন।