গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম সিলগালা করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান গতকাল দুপুরে মামলা ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি ও নবজাতক মারা যান। সিভিল সার্জন বলেন, চিকিৎসক বা এনেস্থেসি বিশেষজ্ঞের অবহেলার কারণেই এমন মৃত্যু হতে পারে। তদন্ত রিপোর্ট হাতে পেলে কারণ জানা যাবে। ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও ওই ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগের পর দেড় মাস বন্ধ রাখা হয়েছিল। মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় প্রসূতি পারুল বেগমকে সিজারিয়ান অপারেশন করার জন্য মা ক্লিনিকে নেওয়া হয়। রাত ১১টার দিকে তার সিজার শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। ভোর ৪টার দিকে প্রসূতি ও নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বুঝতে পেরে স্বজনরা ক্লিনিক ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করে। সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভবনে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ক্লিনিক কর্তৃপক্ষ।