গাজীপুরের কালীগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে দুজনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে নাগরী ইউনিয়নের পানজোড়া ও পারোয়ান এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন- পানজোড়া এলাকার রায়হান মোল্লা (৩৩) এবং বিরতুল এলাকার রফিকুল ইসলাম খান (৪৪)।