রাজনৈতিক অস্থিতিশীলতা, শ্রমিক আন্দোলন, মব সন্ত্রাস, নিরাপত্তাহীনতা ও জ্বালানিসংকটে গত এক বছরে ১৮৫টির বেশি গার্মেন্ট বন্ধ হয়ে গেছে। এর ফলে কয়েক লাখ শ্রমিকের জীবনে বেকারত্বের অভিশাপ নেমে এসেছে। শুধু গত এক মাসেই বন্ধ হয়েছে দুই ডজন গার্মেন্ট। নানা প্রতিকূলতায় গত দুই মাসে ধারাবাহিকভাবে তৈরি পোশাক রপ্তানি কমেছে। মঙ্গল ও বুধবার রপ্তানি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান প্যাসিফিক জিনসের আটটি কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কারখানায় হামলা ও কর্মপরিবেশ না থাকায় ওই আট গার্মেন্ট কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ এই আট কারখানার শ্রমিকসংখ্যা ৩৫ হাজারের বেশি। ২০ দিন আগে নাসা গ্রুপের ১৬টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দশটি, গাজীপুরে দুইটি, চট্টগ্রাম ইপিজেডে দুইটি এবং কুমিল্লা ইপিজেডে দুইটি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে আত্মগোপনে চলে যান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি এক্সিম ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। পরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই নাসা গ্রুপের কারখানাগুলোতে অস্থিরতা তৈরি হয়। শ্রমিকদের বেতন-ভাতা বাকি পড়তে থাকে। এরপর একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। ত্রিপক্ষীয় সভায় মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশে রপ্তানির খাত পোশাক রপ্তানির ওপর অনেকাংশে নির্ভরশীল। গার্মেন্ট মালিকদের একাংশ সাবেক সরকারের ঘনিষ্ঠ হওয়ায় জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে সংকটাবস্থা বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে গার্মেন্টশ্রমিকদের বকেয়া বেতন মালিক কর্তৃপক্ষের সম্পত্তি বিক্রি করে পরিশোধ করে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। তা বড় মাপে বেকারদের দুর্ভোগ কমাতে অবদান রাখছে না। শিল্প খাত বাঁচিয়ে রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু