ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতির বাতাস নিউজিল্যান্ডের ৯০ হাজার বাড়িকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে, কর্তৃপক্ষকে শতাধিক ফ্লাইট বাতিলে বাধ্যও করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বাতাসে পুরো সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ডের দক্ষিণাংশের জনজীবন বিপর্যস্ত হয়েছে বলে নিউজিল্যান্ডের আবহাওয়া পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। খারাপ পরিস্থিতির কারণে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ গতকাল ক্যান্টারবুরি ও ওয়েলিংটনসহ মধ্যাঞ্চলের অনেক এলাকায় বিরল ‘লাল বাতাস সতর্কতা’ জারি করে; তবে কয়েক ঘণ্টা পরই তা তুলে নেওয়া হয়। কিছু কিছু এলাকায় বাতাস ঘরের ছাদ উড়িয়ে নিয়েছে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে। গাছের ডালের আঘাতে ওয়েলিংটনে একজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ লোকজনকে চার দেয়ালের ভিতরে থাকতে এবং ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করেছে।-রয়টার্স
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং রাস্তাঘাটে চলাফেরা বিঘ্নিত হতে পারে বলে সতর্কও করা হয়েছে। বাতাসের প্রভাবে সাউথ আইল্যান্ডের বেশির ভাগ বাড়িরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে সংযোগ ফিরছে বলে কর্তৃপক্ষ খবর দিয়েছে। ওয়েলিংটনে প্রবল বাতাসের ধাক্কায় এক নারী চলন্ত যানবাহনের দিকে চলে যান বলে ভাইরাল ড্যাশক্যাম ভিডিওতে দেখা গেছে। বাতাসের কারণে ওয়েলিংটনে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। অনেক সড়ক ও লাইব্রেরিও বন্ধ ছিল। কোথাও কোথাও ট্রাক ও অন্যান্য যানবাহনও উল্টে যেতে দেখা গেছে। দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহায়তায় জরুরি অবস্থা জারি করেছে ক্যান্টারবুরি কর্তৃপক্ষ। সাউথ আইল্যান্ডজুড়ে তুমুল বর্ষণ এবং ক্যান্টারবুরির ওয়াইমাকারিরি নদীর পানির উচ্চতা দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে সতর্কও করা হয়েছে। নদীর পানি উপচে বন্যা হতে পারে আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এমন একসময়ে নিউজিল্যান্ডে প্রবল বাতাসের এ ঝাপটা দেখা গেল যখন লাখো শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য সরকারি কর্মকর্তা বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নত করার দাবিতে ‘মহা ধর্মঘট’ করছে। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি তাদের কর্মসূচিতে পরিবর্তন আনতে বাধ্য করেছে, অনেক স্থানে সমাবেশ চার দেয়ালের ভিতর বা বাতিল করতে হয়েছে।