নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী যোহরান মামদানিকে ধরাশায়ী করতে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়াকে সরে দাঁড়ানোর টোপ দেওয়া ছাড়াও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমো মামদানির বিরুদ্ধে ‘হারাম পন্থা অবলম্বনের’ গুরুতর অভিযোগ এনেছেন। ক্যুমোর অভিযোগ, ডেমোক্র্যাট দলীয় প্রথম মুসলিম প্রার্থী মামদানি একদিকে ‘হালাল’ শব্দ ব্যবহার করে করে মুসলিম ভোটারের নিরঙ্কুশ সমর্থন আদায়ের চেষ্টা করছেন, একই সঙ্গে পতিতাবৃত্তিকে বৈধতা প্রদানের অঙ্গীকার করে স্ববিরোধী আচরণে লিপ্ত হয়েছেন। এদিকে শনিবার শুরু হবে সিটি মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণের কর্মসূচি। তা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে প্রচারণা। প্রার্থীদের একে অপরকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্যও তীব্র থেকে তীব্রতর হচ্ছে।