ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) এবং শিলাহাটি গ্রামের যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই নিহত হন নারায়ণ ও বিপ্লব। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন