ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আগামী বছর ভারত সফর করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের যে অনুষ্ঠানে তিনি এ সম্ভাব্য সফর নিয়ে কথা বলেন একই অনুষ্ঠানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মহান ব্যক্তি’, ‘বন্ধু’ও আখ্যা দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
যুক্তরাষ্ট্রজুড়ে ওজন কমানোর ওষুধের দাম কমানো নিয়ে এক চুক্তির ঘোষণা দিতে গিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তার আলোচনা ‘চমৎকারভাবে এগোচ্ছে’। ‘তিনি (মোদি) মোটাদাগে রাশিয়ার তেল কেনা বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু, আমাদের মধ্যে কথা হয়, তিনি চান আমি যেন সেখানে (ভারত) যাই। ব্যবস্থা একটা হবে, আমি যাব। প্রধানমন্ত্রী মোদি মহান ব্যক্তি, আমি যাব,’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা, এ নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দেওয়া হলে জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, হতে পারে।’ ট্রাম্প প্রথমে চলতি বছরের কোয়াড সম্মেলনেই ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন; পরে ওয়াশিংটন ভারতের পণ্যে চড়া শুল্ক আরোপ করার পর মার্কিন প্রেসিডেন্ট ওই পরিকল্পনা বাদ দেন বলে আগস্টে নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়। ওজন কমানোর ওষুধের দাম কমানোর চুক্তিতে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে একটির প্রতিনিধি হঠাৎ অচেতন হয়ে পড়লে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের প্রেস ব্রিফিংটি খানিকক্ষণের জন্য বন্ধ রাখা হয়।-রয়টার্স
হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে; ওই প্রতিনিধি সুস্থ আছেন বলে পরে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। রাশিয়া থেকে ভারত তেল কেনা অব্যাহত রাখায় ?অতিরিক্ত ২৫ শতাংশসহ নয়াদিল্লির পণ্যে যুক্তরাষ্ট্রের মোট ৫০% শুল্ক আরোপের পর দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই বৃহস্পতিবার ট্রাম্প এসব বললেন।
এর আগে মঙ্গলবার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ট্রাম্পের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে লেভিট বলেছিলেন, ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট বেশ ইতিবাচক এবং তিনি একে খুবই গুরুত্ব দেন। কয়েক সপ্তাহ আগে তিনি ওভালে অফিসে দীপাবলি উদ্?যাপনের সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন, সেসময় হোয়াইট হাউসে উচ্চপদস্থ অনেক ভারতীয়-আমেরিকান ছিলেন।’ এর কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিলেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে। এশিয়া সফরে এসে মার্কিন এ প্রেসিডেন্ট বলেছিলেন, নয়াদিল্লি এ প্রসঙ্গে ‘খুবই ভালো’ আচরণ করছে এবং তারা মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা কমাবে বা বন্ধ করবে বলে প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বস্ত করেছেন। ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন বেশ কয়েক মাস ধরে মস্কোর জ্বালানি বিক্রিতে বিধিনিষেধ আরোপে তৎপর। তার অংশ হিসেবেই তারা নয়াদিল্লিকে রাশিয়া থেকে তেল না নিতে চাপ দিয়ে যাচ্ছে। সেই চাপে ভারত মাথা নত করেছে এমনটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কয়েকদিন আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তাদের তেল কেনার ক্ষেত্রে সবসময় জাতীয় স্বার্থ ও দেশীয় ভোক্তাদের জন্য কী ভালো হবে সেটাই প্রাধান্য পায়। -রয়টার্স