বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই আরোহী হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা মেঘাখর্দ এলাকার মনতেজার রহমানের ছেলে জিহাদ (১৮) ও রহবল এলাকার ওয়াজেদের ছেলে আবির (১৮)।
জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে ৬জন মমইন এর দিক থেকে মোকামতলার দিকে যাচ্ছিল। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুইজন পার হয়ে গেলেও অপর দুই মোটরসাইকেলে থাকা চারজন মহাসড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জিহাদ ও আবির নামে দুই যুবক নিহত হন।
এছাড়া অন্য মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে। একই সাথে আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ