নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা এলাকায় বালুর ট্রাক চাপায় আলিফ (৩) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলিফ পাঁচানী এলাদার আওলাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আলিফ বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল। এ সময় বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ