গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ৩৬৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে বেগুন, পালং শাক, লালশাক, মটরশুঁটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী শফিউল আজম, ওসি খন্দকার হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ