বরগুনার পাথরঘাটা উপজেলায় অনলাইনে জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রী কৈতুরীকে হত্যার অভিযোগে স্বামী হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১৮ দিন পর রোববার (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে স্বামীর নির্যাতনে মারা যান কৈতুরী। তার কোলের সন্তান মাত্র সাত মাস বয়সী। নিহত কৈতুরী চরদুয়ানী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মোহাম্মদ মজিবুর রহমানের মেয়ে। অভিযুক্ত হানিফ কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার চান মিয়ার ছেলে এবং পেশায় চা বিক্রেতা।
পারিবারিক সূত্রে জানা যায়, গার্মেন্টসে কাজের সুবাদে কৈতুরী ও হানিফের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্কের পর পরিবারকে রাজি করিয়ে তারা বিয়ে করেন। বিয়ের প্রথম বছর ভালো কাটলেও কন্যাসন্তানের জন্মের পর থেকেই হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। টাকার জন্য তিনি স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবেশীরা বাধা দিলেও তিনি থামেননি।
গত ১১ সেপ্টেম্বর রাতেও একইভাবে নির্যাতনের শিকার হন কৈতুরী। এক প্রতিবেশী গোপনে ভিডিও ধারণ করেন, যেখানে দেখা যায় হানিফ স্ত্রীকে নির্দয়ভাবে মারধর করছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই হানিফ পালিয়ে যান।
পরবর্তীতে জানা যায়, হানিফের আগেও সাতটি বিয়ে ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অবশেষে হানিফকে গ্রেপ্তার করে।
ওসি মেহেদী হাসান জানান, আসামিকে খাগড়াছড়ি থেকে পাথরঘাটায় আনার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/হিমেল