আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে বরিশাল বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। নগরীর বেলস পার্ক মাঠে এ মেলা হবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
জানা যায়, বইমেলা আনন্দময় করার লক্ষ্যে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দর্শকদের জন্য মেলা উৎসবমুখর করার লক্ষ্যে বরিশাল বিভাগের কব সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ