'প্রতিটি হৃদয়ের স্পন্দনের যত্ন নিন' এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বেশ কয়েকটি সড়কটি প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ব্রি. জেনারেল ((অব.) জিএম মনিরুল ইসলাম, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবুল হাসনাত জাফর, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহানসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, বর্তমানে অল্প বয়সে মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। একটু সচেতন হলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। পরিমিত পরিমাণ খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়ামসহ চিকিৎসকের পরামর্শ মতো চললে এ রোগ থেকে সকলে মুক্তি পাবে। আমাদের শরীরের কোলেস্টরেল, ডায়েবেটিস, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার কত আছে সব সময় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত