‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। র্যালিতে জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান বলেন, ‘পরিকল্পিত উন্নয়নের জন্য সবাইকে সচেতন হতে হবে। গ্রামে যেসব বহুতল ভবন গড়ে উঠছে, সেগুলো অবশ্যই আইনের আওতায় নির্মাণ করতে হবে। কৃষিজমি নষ্ট করে উন্নয়ন করা হলে কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।’
বিডি প্রতিদিন/জামশেদ