মানিকগঞ্জ সদর উপজেলার স্বর্ণকার পট্টি এলাকায় নিজ দোকানে ছদ্মডাকাতি করে স্বর্ণ আত্মসাৎ করার উদ্দেশ্যে তিনজনকে ভাড়া করার অভিযোগে অভি অলংকার দোকানের মালিক শুভ দাসকে এবং তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত গভীর রাতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুভ দাস পরিকল্পনা করে তিন দুর্বৃত্তকে ভাড়া করে নিজের দোকানে ডাকাতির নাটক সাজায়। ওই ঘটনায় দোকানে ছুরিকাঘাতে আহত হয় শুভ দাস; পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হন। পুলিশি তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
মানিকগঞ্জ জুয়েলারি সমিতির সভাপতি তপন নাগ বলেন, ‘গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ করার উদ্দেশ্যেই শুভ দাস এই নাটক সাজিয়েছেন। সমিতি থেকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই যারা স্বর্ণ ডাকাতিতে জড়িত- তাদের সর্বোচ্চ শাস্তি হোক।’
সদর থানার ওসি এএসএম আমান উল্লাহ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ