শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ১৪তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে নাটোরের বড়াইগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- স্নাতক ডিগ্রিধারীদের ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে পদোন্নতি দিয়ে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ঝুঁকিভাতা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সহকারীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা।
কর্মবিরতির সময় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. সৈকত ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক আলী আজগর, মুখ্য সংগঠক খ. ম. ওয়ারেছ কায়সার, স্বাস্থ্য সহকারী মৃন্ময় কুমার সরকার ও রামপ্রসাদ সরকার।
নেতারা অভিযোগ করেন, দেশের প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক মাঠপর্যায়ে টিকাদান, রোগ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তারা দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ