লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে এখনো অপরিবর্তিত অবস্থায় আছেন ইমেরিটাস প্রফেসর শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। অর্থাৎ আগের চেয়ে ভালোও নয় এবং খারাপও নয় একই রকম আছে তার শারীরিক পরিস্থিতি। তিনি এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা চেষ্টা করছেন। তবে আল্লাহর উপর ভরসা করা ছাড়া এই মুহূর্তে চিকিৎসকদেরও আর কিছুই করার নেই। চিকিৎসক তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন। ৪৮ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন চিকিৎসার তত্ত্বাবধানে থাকা প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই শিক্ষক। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিন রাতেই তার হার্টে অস্ত্রোপচার করে দুইটি রিং পরানো হয়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর রবিবার সন্ধ্যার পর তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত