বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন আশার নাম হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ডিফেন্সিভ মিডফিল্ডার ফের ঢাকায় পা রেখেছেন এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে দেশবাসীর প্রতি আশাবাদী বার্তাও দিয়েছেন এই লেস্টার সিটি তারকা।
সোমবার দুপুরে ঢাকায় পৌঁছে সরাসরি উঠেছেন জাতীয় দলের টিম হোটেলে। এরপর দেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেন,“নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হবো। ৯ তারিখে আমরা হংকংয়ের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলব। ইনশাল্লাহ, সবাই আমাদের সমর্থন দিবেন।”
হামজার বাংলাদেশ দলে অভিষেক হয় চলতি বছর ২৫ মার্চ, ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। এরপর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নামেন তিনি, যেখানে ভুটানের বিপক্ষে একটি গোলও করেন।
এবারের বাছাইয়ে ‘সি’ গ্রুপে কঠিন অবস্থানে রয়েছে বাংলাদেশ। চার দলের এই গ্রুপে ৪ পয়েন্ট করে নিয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর ও হংকং চায়না। বাংলাদেশের পয়েন্ট ১, যা সমান ভারতের সাথেও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে।
এই অবস্থায় হংকংয়ের বিপক্ষে জয়ই হতে পারে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর টনিক। তাই ম্যাচের আগেই হামজা জানিয়ে দিলেন আত্মবিশ্বাসের কথা, আর আশা করলেন গ্যালারিভর্তি সমর্থনেরও।
বিডি প্রতিদিন/মুসা