নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু নিধন ও সচেতনা কর্মসূচি পালন করেছে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার সকাল থেকে দিনব্যাপী আদমজীনগর, সুমিলপাড়া, এসও, বার্মাশীল, সোনামিয়া মার্কেটসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতায় মশার ওষুধ ছিটানোসহ জনসাধারনের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নরে লক্ষে লিফলেটও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, ওয়াসিম আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন খন্দকার, স্বেচ্ছাসেবকদল নেতা হুমায়ুন, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ ব্যাপারী, বিএনপি নেতা রুহুল আমিন ও সাজ্জাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
বিএনপি নেতা মনির হোসেন বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে মৃত্যুও বাড়ছে। ডেঙ্গু রোধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় আমরা বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন ও সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি এবং বাস্তবায়নে কাজ শুরু করেছি।
বিডি প্রতিদিন/নাজিম